• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২,
  • ৪ রবিউস সানি ১৪৪৭

প্রেম করে একটা জিনিস বুঝতে পেরেছি, কিছু কিছু ভুল জীবনে খুব প্রয়োজন: স্বস্তিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৫৬ পিএম
প্রেম করে একটা জিনিস বুঝতে পেরেছি, কিছু কিছু ভুল জীবনে খুব প্রয়োজন: স্বস্তিকা

টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও প্রাক্তনের পরিচয় প্রকাশ করেননি তিনি। তবে সেই অধ্যায়ের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, সেটিই স্পষ্ট করে জানিয়েছেন।

স্বস্তিকার ভাষায়, ‘প্রাক্তন মানে আমার কাছে শুধু অতীত। সেটা ছিল, আজ নেই। তবে কাউকে নিয়ে কুৎসা রটানো আমি বিশ্বাস করি না। কারণ ওই অধ্যায়টাও আমার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। কিছু ভুল না করলে মানুষ আসলে পরিপূর্ণ হয় না।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি কাউকে ক্ষমা করতে পারি না, তবে ঘটনা ভুলে যেতে চাই। আজ এ নিয়ে আমার চোখে জল আসে না, বুকেও ব্যথা করে না।’

সম্পর্কের এই অভিজ্ঞতা স্বস্তিকার বিশ্বাস ভেঙে দিয়েছে বলেও জানান তিনি। ‘এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। যারা দুজন একে অপরকে ভালোবেসে একসঙ্গে আছে, তাদের জন্য আমি খুশি। কিন্তু আমার জীবনে যা ঘটেছে, তাতে সবার সঙ্গে যোগাযোগ রাখার ইচ্ছেই হারিয়ে ফেলেছি।’

ব্যক্তিগত জীবন ছাড়াও আসন্ন দুর্গাপূজা নিয়েও মত দেন স্বস্তিকা। পূজা মানেই খাবারের আয়োজন—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনোদিনই ফুডি নই। তবে মায়ের হাতের রান্না আমার সবচেয়ে প্রিয়। শারীরিক কারণে ফুড হ্যাবিট মেইনটেন করতে হয়, চিকিৎসকের পরামর্শেই খাওয়া-দাওয়ার তালিকা ঠিক করি।’

পূজার সময় নিজের হাতে রান্নার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।
‘পূজার চারটে দিন মাকে রান্নাঘরে ঢুকতে দেব না। কারণ সারা বছর সবকিছু একা হাতে সামলান মা। ওই কয়েকটা দিন আমি চাই তিনি শুধু আনন্দ করুন। মাঝে মাঝে বাইরের খাবারও খাই, তবে সেটাও নিয়ম মেনে।’

Link copied!