• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব : মাহিয়া মাহি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৪:১১ পিএম
ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব : মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন।

নিজের পছন্দের প্রতীক পেয়ে মাহি বলেন, “প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে। অনেকেই বলবেন- ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, তখন উল্টো আমার প্রচারণা বাড়বে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক। সে কারণে ট্রাক প্রতীক বেছে নিয়েছি।”

এই নায়িকা আরও বলেন, ‘আমি এই আসনে পিছিয়ে পড়া তরুণ ও নারী ভোটারদের আত্মসম্মান ফিরিয়ে দেব। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।’

সোমবার নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়ে আজ থেকেই তারা প্রচারে নেমে পরবেন। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

রোববার নির্বাচনের আচরণবিধি ভাঙার ঘটনায় রাজশাহীর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

Link copied!