• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

এই ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা: অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৭ পিএম
এই ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা: অপু বিশ্বাস

১১ অক্টোবর ছিল জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। তবে এবারের দিনটি তার কাছে ছিল একদম ভিন্ন অভিজ্ঞতার—কারণ, সশরীরে না থেকেও ভক্তরা দেশের নানা প্রান্ত থেকে একসঙ্গে ভার্চুয়ালভাবে উদযাপন করেছেন তার জন্মদিন। এই অনন্য আয়োজন ও ভালোবাসায় আপ্লুত হয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় অপু বিশ্বাস লিখেছেন, “অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ই অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন, তা সত্যিই বিরল। দেশের নানা প্রান্ত থেকে ফ্যান বন্ধুরা ও প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন।”

অপু বিশ্বাস আরও যোগ করেন, “দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে, আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো প্রতিটি ছবিই আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।”

শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই ভালোবাসা যেন এভাবেই অটুট থাকে।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!