• ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২, ২০ রবিউস সানি ১৪৪৭

বাগ্‌দান সম্পন্ন, বিয়ে কবে জানালেন ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:৫৭ পিএম
বাগ্‌দান সম্পন্ন, বিয়ে কবে জানালেন ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান

বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান। শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে এই বাগদান সম্পন্ন হয়। ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন ব্যারিস্টার নুসরাত খান। সেখানে বাগদানের কথা জানিয়ে সবার দোয়া চেয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন বিয়ের সম্ভাব্য তারিখও।

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

ফেসবুকে নুসরাত লিখেছেন, ‘আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসেনের ইনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।’
নুসরাত আরও লেখেন, ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।’

Link copied!