• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:১৩ পিএম
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল পাকিস্তান
ছবি : সংগৃহীত

কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।

লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। লাহোরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৯৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মুতাসামী দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারে খেলা আগের ৫ টেস্টে ১১ উইকেট নেওয়া মুতুসামী এই ম্যাচেই উইকেট পেয়েছেন ১১টি। হারমার নিয়েছেন ৪ উইকেট।

এর আগে ৮১ রানে দিন শুরু করা টনি ডি জর্জি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। জর্জি প্রথম সেঞ্চুরিটিও করেছিলেন উপমহাদেশে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে গত বছর খেলেছিলেন ১৭৭ রানের ইনিংস।

জর্জির এই সেঞ্চুরির পরও অবশ্য পাকিস্তান প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে। ৬ উইকেটে ২১৬ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৬৯ রানে। আজ ৪ উইকেট হারিয়ে দলটি যোগ করতে পেরেছে ৫৪ রান।

পাকিস্তানকে প্রথম ইনিংসে ১০৯ রানের লিড উপহার দেন মূলত বাঁহাতি স্পিনার নোমানই। ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। টেস্টে এ নিয়ে টানা চার ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন নোমান। ঘরের মাঠে এটি নোমানের সপ্তম পাঁচ উইকেট, সব মিলিয়ে নবম।

Link copied!