• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই: হিরো আলম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:০১ পিএম
অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই: হিরো আলম

এবার ওকে আর আটকাবো না। আমি স্বাভাবিক আছি। অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, কিন্তু আর আশা নেই। চেষ্টা করেও যখন কিছু হয় না, তখন আর কিছু বলার থাকে না। মানুষ আমাকে নিয়ে ট্রল করে, হাসাহাসি করে, কিন্তু আমার ভিতরের কষ্ট কেউ বোঝে না।

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ হিরো আলম আবারও পড়েছেন চরম মানসিক চাপে। স্ত্রী রিয়া মনির সঙ্গে তার সম্পর্ক ফের ভাঙনের পথে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

গুঞ্জন সত্যি হলে এটি হবে হিরো আলমের দ্বিতীয় সংসার ভাঙন। এর আগে স্ত্রী রিয়া মনি একবার বিচ্ছেদের পথে হাঁটলে হিরো আলম মানসিকভাবে ভেঙে পড়েন এবং দু’বার আত্মহত্যার চেষ্টাও করেন বলে নিজেই দাবি করেছিলেন।

তবে এবার তিনি অনেকটা ভিন্ন সুরে বললেন—আর আটকাবেন না।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, এবার কোনো কিছু করবো না। ওকে আর আটকাবো না। আমি স্বাভাবিক আছি। অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, কিন্তু আর আশা নেই। চেষ্টা করেও যখন কিছু হয় না, তখন আর কিছু বলার থাকে না। মানুষ আমাকে নিয়ে ট্রল করে, হাসাহাসি করে, কিন্তু আমার ভিতরের কষ্ট কেউ বোঝে না।

তিনি আরও বলেন, আমি এখন নিজেকে নিয়ে ভাবতে চাই না, সন্তানদের কথা ভেবে তাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে চাই।

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েন হিরো আলম। ওই সম্পর্ক জানাজানি হলে দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। এরপর হিরো আলম রিয়াকে বিয়ে করেন। দাম্পত্য জীবনের পাশাপাশি তারা একসঙ্গে কাজও করে আসছিলেন।

তবে চলতি বছরের এপ্রিল মাসে হিরো আলমের পালক বাবা মারা যাওয়ার সময় স্ত্রী রিয়া পাশে না থাকায় ক্ষুব্ধ হন তিনি। তখন থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন আরও প্রকট হয়।

কয়েক দিন আগে রাজধানীর আফতাবনগরে হামলার শিকার হন হিরো আলম। অনুসারীরা দাবি করছেন, সেই ঘটনার পেছনে থাকতে পারেন তার স্ত্রী রিয়া মনি। যদিও সরাসরি রিয়াকে অভিযুক্ত করেননি হিরো আলম।

তিনি বলেন, আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না। মামলা হয়েছে, একজন গ্রেপ্তারও হয়েছে। তদন্তে যা বের হবে, সেটাই সত্যি।

অন্যদিকে, রিয়া মনি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি পোস্টে ক্ষোভ ঝেড়েছেন। এক পোস্টে তিনি লেখেন, “আমার চরিত্রবান স্বামী আমাকে এমন পর্যায়ে এনেছে যে স্বামীকে কে বা কারা মেরেছে, তার দায়ভার পড়ছে আমার উপর। এখন আপনারাই বলেন, এরকম স্বামীর সংসার কি করা যায়?”

এই পোস্টকে কেন্দ্র করে ফের চর্চায় এসেছে হিরো আলমের ব্যক্তিজীবনের জটিল অধ্যায়। অনেকেই প্রশ্ন তুলছেন, বারবার সংসার ভেঙে যাওয়ার পেছনে আসলে দায় কার?

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!