• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি খুব কঠিন পেশা, উপার্জনের চেয়ে খরচই বেশি: কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১২:১২ পিএম
রাজনীতি খুব কঠিন পেশা, উপার্জনের চেয়ে খরচই বেশি: কঙ্গনা

বলিউড থেকে রাজনীতিতে পা রেখে নতুন অধ্যায় শুরু করেছিলেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশ থেকে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তবে রাজনীতির পথ যে তার জন্য খুব একটা সহজ নয়, সম্প্রতি তেমন ইঙ্গিতই দিলেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা সম্প্রতি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুরেশ গোপির একটি সাক্ষাৎকার, যেখানে তিনি রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। সেই ভিডিওর সঙ্গেই কঙ্গনা লেখেন, “রাজনীতি খুব কঠিন পেশা। এখানে উপার্জনের সুযোগ নেই বললেই চলে, বরং খরচই বেশি। অথচ শিল্পীরা যদি নিজেদের পেশাতেও কাজ করেন, তখন সেটাকেও প্রশ্নবিদ্ধ করা হয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে মন দিয়ে কাজ করলেও শিল্পীদের মূল পেশাতেও কাজ করার স্বাধীনতা থাকা উচিত।”

কঙ্গনার এই মন্তব্যকে অনেকেই তার রাজনৈতিক জীবনের হতাশা বা ক্লান্তির প্রতিফলন হিসেবে দেখছেন। কারণ, সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি এখনও রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি। পাশাপাশি, তার শেষ ছবি ‘এমার্জেন্সি’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় ক্যারিয়ারও স্থবির হয়ে পড়েছে। প্রযোজনা সংস্থার কাজ নেই, হিমাচলের ক্যাফেও চলছে সীমিত পরিসরে।

সব মিলিয়ে কঙ্গনার জন্য এখন সময়টা যেন দোটানার। অভিনয় না রাজনীতি—ভবিষ্যতে কোন পথে এগোবেন কঙ্গনা, সেটিই এখন দেখার বিষয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!