দুই দশকেরও বেশি সময় ধরে আধুনিক বাংলা গানের জগতে এক অনন্য নাম হাবিব ওয়াহিদ। সুর, সংগীতায়োজন ও কণ্ঠে নতুন ধারার সূচনা করে যিনি বাংলা গানের স্বরূপই বদলে দিয়েছেন। আজ (১৫ অক্টোবর) এই জনপ্রিয় সংগীতশিল্পীর জন্মদিন।
দিনটি ঘিরে ভক্ত থেকে শুরু করে সহকর্মী শিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন হাবিবকে। তবে সবার আগে শুভেচ্ছা জানান তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা।
বুধবার রাতের প্রথম প্রহরেই শিফা নিজের সামাজিক মাধ্যমের দেয়ালে স্বামী হাবিবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়— নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে এক ভিন্ন রূপে হাবিবকে, পাশে হাস্যোজ্জ্বল শিফা।
ক্যাপশনে শিফা লেখেন, “আমার প্রিয় মানুষটিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্যে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন এই জনপ্রিয় সংগীতজুটিকে।
বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুরের মেলবন্ধন ঘটিয়ে সংগীতে নতুন যুগের সূচনা করেন হাবিব ওয়াহিদ। তার হাত ধরেই এসেছে “ফিউশন মিউজিক”–এর ঢেউ, যা তরুণ প্রজন্মের সংগীতরুচিতে বৈপ্লবিক পরিবর্তন আনে।
১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া হাবিব এবার জীবনের ৪৭তম বছরে পা রাখলেন। ২০০৩ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘কৃষ্ণ’ দিয়েই সংগীতজগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় অ্যালবাম ও গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ গান দিয়ে আবারও আলোচনায় ফিরে আসেন হাবিব। ভক্তদের ভাষায়— এই গান যেন তাদের ফিরিয়ে দিয়েছে “পুরোনো হাবিব”-এর সুরের মায়ায়।