• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

রাতের মধ্যে দাবি না মানলে এক দফা আন্দোলনে যাবেন শিক্ষকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:২১ পিএম
রাতের মধ্যে দাবি না মানলে এক দফা আন্দোলনে যাবেন শিক্ষকরা

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবিতে বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে এক দফা কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর নেতৃত্বাধীন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ জানায়, তাদের দাবি না মানলে বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা করবে শিক্ষক সমাজ।

বুধবার বিকেলে শাহবাগ অবরোধ শেষে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান এবং সেখান থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজ রাতের মধ্যে বাড়িভাড়া ও ভাতাবিষয়ক প্রজ্ঞাপন জারি না হলে, কাল সকাল থেকে তিন দফার পরিবর্তে এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে। আমাদের একমাত্র দাবি— সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।”

শিক্ষকরা জানান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে তারা দুপুরে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন এবং পরে শহীদ মিনারে ফিরে অবস্থান অব্যাহত রাখেন। একইসঙ্গে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

তারা আরও জানান, ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, আর জেলার স্কুল-কলেজগুলোতে পাঠদান বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলন চলছে।

এর আগে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় তাদের টানা আন্দোলন। পুলিশি বাধা ও লাঠিচার্জের পর আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের দিকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি নিতে গেলে হাইকোর্ট মাজার গেটে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা শহীদ মিনারে ফিরে আসেন এবং বুধবার দুপুরে শাহবাগ অবরোধ করেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা,

মাসিক মেডিক্যাল ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,

কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।

Link copied!