• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

অসুস্থ স্বস্তিকা, করতে হবে অস্ত্রোপচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৪:৫৮ পিএম
অসুস্থ স্বস্তিকা, করতে হবে অস্ত্রোপচার
স্বস্তিকা মুখার্জি। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বলিউডেও নাম কামিয়েছেন তিনি। ওয়েব প্ল্যাটফর্মের জাগরণে বেশ কয়েকটি আলোচিত কনটেন্টেও দেখা গেছে তাকে। তবে, বর্তমান সময়টা ভালো যাচ্ছেনা এ অভিনেত্রীর। হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শিগগিরই করতে হবে অস্ত্রোপচার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বস্তিকা নিজেই।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেছেন, রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কতো স্নেহ, মায়া, ভালোবাসা মিশে থাকে সেখানে। আগামী সপ্তাহে একটা অপারেশন হবে আমার। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।

সংবাদমাধ্যমটি আরও জানায়,  স্ত্রীরোগ জনিত সমস্যায় ভুগছেন স্বস্তিকা। এ কারণে তার শরীরে অস্ত্রোপচার প্রয়োজন।  

Link copied!