• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

কড়া নিষেধের পরও মেহজাবীনের গায়ে হলুদের ছবি ফাঁস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৩০ পিএম
কড়া নিষেধের পরও মেহজাবীনের গায়ে হলুদের ছবি ফাঁস
মেহজাবীনের গায়েহলুদের ফাঁস হওয়া ছবি সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদ অনুষ্ঠান হয় রোববার (২৩ ফেব্রুয়ারি)। ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয়  গায়েহলুদ অনুষ্ঠান। সোমাবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অভিনেত্রী বসবেন বিয়ের পিঁড়িতে।

এদিকে মেহজাবীনের গায়ে হলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছি যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়। এরপরও ঠিকই ফাঁস হয়েছে মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদের একাধিক ছবি।

জানা যাচ্ছে, আমন্ত্রিত অতিথিদের যারাই অনুষ্ঠানে ছিলেন, তাঁদের কেউই কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। তবে এত কড়াকড়িতেও শেষরক্ষা হয়নি। ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই গায়ে হলুদ অনুষ্ঠানের একাধিক ছবি নিকটজনদের ইনবক্সে। এসব ছবিতে মেহজাবীনের সঙ্গে দেখা গেছে তার প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজীবকে।

দুইজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল। মাইক্রোফোন হাতে উচ্ছ্বাস করতেও দেখা গেছে দুজনকে। ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন হয় লাক্স তারকা অভিনয়শিল্পী মেহজাবীনের।

রোববার বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হয়েছে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন সাত বছর ধরে,  বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল।  রবিবার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনে দুইজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যাঁরা আয়োজনে গেছেন, তাঁদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ। একই স্থানে আজ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

Link copied!