আমার জীবনসঙ্গীর মনে অবশ্যই দয়া-মায়া থাকতে হবে : রাশমিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৮ এএম
আমার জীবনসঙ্গীর মনে অবশ্যই দয়া-মায়া থাকতে হবে : রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা ও কন্নড় সুপারস্টার বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি অনেকেই বলছেন, দীপাবলির সময় এই জুটি একসঙ্গে উদ্‌যাপন করেছেন। তবে রাশমিকা নিজের সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, সম্পর্ক নিয়ে আসল সত্য অনেকটা সাধারণ।

অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না—এসব ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেয়। তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতিতে দু’পক্ষকেই সমস্যার মুখোমুখি হতে হয়।”

জীবনসঙ্গীর গুণাবলীর বিষয়ে প্রশ্ন করা হলে রাশমিকা জানান, “জীবনের প্রতিটি মুহূর্তে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।” তিনি আরও বলেন, “আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে থাকা উচিত দয়া, মায়া, সম্মান ও যত্ন। সহানুভূতি ছাড়া একসঙ্গে জীবনযাপন কঠিন।”

রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা ২০১৮ সাল থেকে সম্পর্ক করছেন। যদিও প্রকাশ্যে তারা কখনও বিস্তারিত মন্তব্য করেননি। বলিউডে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

Link copied!