‘দর্শকরা আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৩:৩২ পিএম
‘দর্শকরা আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে’

টেলিভিশন, ওটিটি এবং সিনেমা—তিন মাধ্যমে সমানভাবে সক্রিয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার হাজির হচ্ছেন নতুন এক ছবিতে। নাম ‘বনলতা এক্সপ্রেস’, নির্মাণ করবেন পরিচালক তানিম নূর।

ছবিটি তৈরি হচ্ছে সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

নতুন কাজটি নিয়ে মোশাররফ করিম বলেন, “বনলতা এক্সপ্রেস নিয়ে তানিম নূরের সঙ্গে অনেক কথা হয়েছে। গল্পটি আমার পড়া—দারুণ গল্প। হুমায়ূন আহমেদের লেখা বলেই আগ্রহ ছিল, তবে আমি সব সময় পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করি। তানিমের চিন্তা ও নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয়েছে, এটি একটা বিশেষ কাজ হতে যাচ্ছে।”

অভিনেতার মতে, ভালো গল্প থাকলেও পরিচালকের দিকনির্দেশনা সঠিক না হলে ফল ভালো হয় না। “সিনেমা কোনো ফ্যাক্টরির কাজ নয়, এটি পুরোপুরি মনস্তাত্ত্বিক ব্যাপার—পরিচালক, ক্যামেরা টিম, শিল্পী—সবার সম্মিলিত অনুভবের ওপর নির্ভর করে,” বলেন তিনি।

এই সিনেমার মাধ্যমে অনেক দিন পর আবারও পর্দা ভাগ করতে যাচ্ছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে মোশাররফ বলেন, “দর্শক সব সময় আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে। সেই ভালোবাসার কারণেই আবারও একসঙ্গে কাজ করছি। আশা করছি এবারও দর্শক নিরাশ হবেন না।”

এদিকে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’–এর তৃতীয় সিজন নিয়েও কাজ চলছে। যদিও বিস্তারিত কিছু জানাননি, তবে জানিয়েছেন—পরিকল্পনা পর্যায়ে আছেন এবং দর্শকদের জন্য এটি হবে আরও চমকপ্রদ একটি সিজন।

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে এখনই বেশি কিছু বলতে চান না মোশাররফ করিম। তবে আত্মবিশ্বাসের সুরে বলেন, “কাজটি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা কঠিন, তবে আমি আশাবাদী। আমার বিশ্বাস, এটি দর্শকের মনে দাগ কাটবে।”

Link copied!