ভারতের আলোচিত কন্নড় অভিনেত্রী রান্যা রাও। দুবাই থেকে বেঙ্গালুরুতে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গত সপ্তাহে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি সোনাসহ আটক করা হয় তাকে। আগে থেকেই তথ্য পাওয়ার ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।
ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, তদন্ত চলাকালে বারবার নিজের বক্তব্য পরিবর্তন করেছেন রান্যা। প্রথমে তিনি স্বীকার করেন, এর আগেও দুবার স্বর্ণ পাচার করেছেন। তবে পরে বলেন, এবারই তার প্রথমবারের অভিজ্ঞতা।
তদন্তকারীদের কাছে রান্যা রাও স্বীকার করেছেন, ইউটিউব ভিডিও দেখে তিনি সোনা পাচারের কৌশল শিখেছেন। তার বক্তব্য অনুযায়ী, ৩ মার্চ প্রথমবার তিনি বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের চেষ্টা করেন। একটি বিদেশি নম্বর থেকে ফোন পেয়ে তিনি দুবাই বিমানবন্দরের নির্দিষ্ট একটি টার্মিনালে যান এবং স্বর্ণ সংগ্রহ করেন। এরপর সেই স্বর্ণের বার দুটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে ফেলেন এবং কিছু অংশ জুতার ভেতর লুকিয়ে রাখেন।
তদন্তকারীদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, সোনা পাচারের নির্দেশ কে দিয়েছেন তা তিনি জানেন না। তবে যিনি বিমানবন্দরে তাকে সোনা সরবরাহ করেছিলেন, তার উচ্চতা প্রায় ছয় ফুট ছিল।
২০১৪ সালে সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করলেও, সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় জগতে অনিয়মিত ছিলেন।
বর্তমানে আদালতের নির্দেশে রান্যা ডিআরআই হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন, এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং অভিনেত্রীর সঙ্গে তাদের সংযোগ কীভাবে তৈরি হয়েছে।