• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েস্টার্ন লুকে নজর কাড়ছেন জয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ১২:০৪ পিএম
ওয়েস্টার্ন লুকে নজর কাড়ছেন জয়া
জয়া আহসান, ছবি: সংগৃহীত

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী। সবসময় নিজের ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। জয়ার বয়স যেন একফ্রেমে বাঁধা। নিত্যনতুন ছবিতে তাই জয়া মুগ্ধ রাখে নেটিজেনদের। অভিনয় আর সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন জয়া আহসান। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। যা দিয়ে আবারও নেটিজেনদের নজড় কাড়ছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সোনালি স্লিভলেস মিডি জামা পরেছেন জয়া। পুরো পোশাকেই রয়েছে এমব্রয়ডারির নিখুঁত কাজ।  এর সঙ্গে অভিনেত্রীর সাজেও রেখেছেন গ্ল্যামারের ছোঁয়া। গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকের সঙ্গে হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় সেজেছেন তিনি। এই লুকের সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান।

গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। সবশেষে লুক পরিপূর্ণ করতে জয়া আহসান এই আউটফিটের সঙ্গে সোনালি হাই হিল বেছে নিয়েছেন।

অভিনেত্রীর পোস্ট করা অন্য ছবিটি যেন ‘সুইট সিক্সটিন’ জয়া আহসান। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে সাটিন ফেব্রিকের মিডি স্কার্ট পরেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

মিনিমাল মেকআপ, গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন দিয়েছেন অভিনেত্রী। তারপর মাঝসিঁথি করে ছেড়ে দিয়েছেন চুল। গয়না হিসেবে সোনার চেইন আর আকর্ষণীয় কালো সানগ্লাস পরেছেন তিনি। এই সাজের সঙ্গেও জয়া  হাই হিলকে প্রাধান্য দিয়েছেন। কালো-সোনালি হিলে জয়া আহসান তার লুক সম্পূর্ণ করেছেন।

এই বয়সে এমন ফিটনেস কিংবা গ্লেমার যাই বলা হউক তা ধরে রাখতে দেখা যায়না বাংলাদেশের কোন অভিনেত্রীকে। তাই জয়ার এই ফিটনেস স্বাভাবিক ভাবেই বেশ আলোচনার জন্ম দেয় বরাবরই। এবারও হয়নি তার ব্যতিক্রম। আবারও তার নতুন ফিটনেস নিয়ে আলোচনায় এসেছেন জয়া।

বর্তমানে জয়া আহসান ব্যস্ত সময় পার করছেন কলকাতার সিনেমা ‘দশম অবতার’-এর কাজ নিয়ে। সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ‘দশম অবতার’ জয়া  ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

 

Link copied!