• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে: নিপুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৬:০৯ পিএম
আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে: নিপুন

“আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে, সেটাই আজকে প্রমাণিত হলো। নির্বাচনে না এলে বুঝতেই পারতাম না, এতো মানুষ আমাকে ভালোবাসে। বিগত ছয় মাস যারাই আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমার আইনজীবীদের প্রতি।”

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সোমবার (২১ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন চিত্রনায়িকা নিপুণ।

সোমবার বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে কথা বলেন নিপুণ। এসময় নিপুণের সাথে আরও ছিলেন শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, চিত্রনায়ক ইমন, ডি এ তায়েব, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সহ অনেকে।

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন,“দীর্ঘ নয় মাস ধরে আমি ধৈর্য্য ধরে ছিলাম। অপেক্ষায় ছিলাম, সত্যের পক্ষে রায় আসার। অবশেষে সত্যের জয় হলো।”

চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ ও জায়েদ খানের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হলে পদে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে সংশয় ছিল শিল্পীদের মধ্যে।

Link copied!