• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
ডিআইএফএফ

‘চলচ্চিত্র উৎসব বিশাল একটা জায়গায় গিয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৬:১৪ পিএম
‘চলচ্চিত্র উৎসব বিশাল একটা জায়গায় গিয়েছে’

‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পর্দা উঠছে আগামী শনিবার (১৪ জানুয়ারি)। দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হবে ৭২টি দেশের মোট ২৫২টি সিনেমা। প্রতিবারের মতো এবারও আয়োজনের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

উৎসব নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে আসছে শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

আহমেদ মুজতবা জামাল বলেন, “১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শিত হবে। আর ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ছবিটি।”

চলচ্চিত্র উৎসবের পরিচালক আরও বলেন, “তিন দশকের বেশি সময় ধরে এই চলচ্চিত্র উৎসব চলছে। প্রতিবারই সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এই উৎসবের দরজা সবার জন্য খোলা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, সাংবাদিক শ্যামল দত্ত, চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি। 

অনুষ্ঠানে বিধান রিবেরু বলেন, “এবার মাস্টার ক্লাসের আয়োজন করা হবে৷ ক্লাস করানোর জন্য দেশের বাইরে থেকে দু‍‍`জন আসবেন। আপনারা জানেন, মাস্টার ক্লাস মানে হলো যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অভিজ্ঞ, তারা তাদের অভিজ্ঞতাটা ভাগাভাগি করে নেন অংশগ্রহণকারীদের সঙ্গে।”

বিধান রিবেরু আরও বলেন, “সারা পৃথিবীতে জিরো বাজেট ফিল্ম তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে। সেই ফিল্ম কিভাবে তৈরি করা যায় সেই সমস্ত বিষয় এবং প্রিপ্রোডাকশনের ক্ষেত্রে কী করে চিত্রনাট্য করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে।”

মফিদুল হক বলেন, “এই চলচ্চিত্র উৎসব বিশাল একটা জায়গায় গিয়েছে। আজকে এই ২১তম আয়োজন যেখানে হচ্ছে, সেই আয়োজনের বিস্তারটা মানুষের কাছে তুলে ধরাটা খুব গুরুত্বপূর্ণ।”

শ্যামল দত্ত বলেন, “মিডিয়াকে আমি আপনাদের পার্টনার করতে চাই। আগামী বছর থেকে কিছু কিছু অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবে করবেন। প্রেসক্লাবে অনেকগুলো অডিটোরিয়াম আছে, সেমিনার রুস আছে। সেই জায়গাতে আমি চাইবো আপনারা এই আয়োজন করুন একদম বিনামূল্যে। জাতীয় প্রেসক্লাব আপনাদের পার্টনার হবে আগামী বছর থেকে।”

২১তম আসরের বাংলাদেশ প্যানারোমা বিভাগে ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, ‘দেশান্তর’সহ বেশ কিছু আলোচিত সিনেমা প্রদর্শিত হবে। এ ছাড়াও বিভিন্ন বিভাগে ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবী অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো সিনেমা প্রদর্শিত হবে।
 

Link copied!