• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নভেম্বরে মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৬:৩৮ পিএম
নভেম্বরে মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। সেই সঙ্গে তিনি একজন পরিচালকও। সরকারি অনুদানে তিনি প্রথমবারের মতো তৈরি করেছেন ‘অসম্ভব’। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অরুণা বিশ্বাসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন তার মা জ্যোৎস্না বিশ্বাস। এছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গান। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমারি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহার করা হয়েছে।

অরুণা বিশ্বাস জানান, সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে, তা দিয়ে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে করা বাজেট থেকেও অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে সিনেমাটিতে। পূজা উপলক্ষে আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Link copied!