• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আর্টসেলের নতুন অ্যালবামে ব্যাপক সাড়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১১:০২ এএম
আর্টসেলের নতুন অ্যালবামে ব্যাপক সাড়া

আর্টসেলকে ছাড়া নব্বই উত্তর বাংলা রকের ইতিহাস অপূর্ণ। ১৯৯৯ সালের আগস্টে দল বাঁধেন কয়েকজন সংগীতপ্রেমী তরুণ। তাদেরই হাতে গড়া ‘আর্টসেল’ নামের ব্যান্ড। ২০০২ সালে ব্যান্ডটি উপহার দেয় প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’। চার বছর পর ২০০৬ সালে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। ততদিনে আর্টসেল হিট। ক্রমশ সেই জনপ্রিয়তা আরও বেগবান হয়েছে। নতুন অ্যালবাম দিয়ে আবার তুমুল সাড়া ফেলেছে ব্যান্ডটি।

কনসার্ট মাতাতে আর্টসেলের জুড়ি নেই। কিন্তু দীর্ঘ ১৭ বছর তাদের নতুন কোনো অ্যালবাম আসেনি বাজারে। সম্প্রতি প্রকাশ হওয়া নতুন অ্যালবাম ‘অতৃতীয়’ দিয়ে এবার ভক্ত শ্রোতাদের আক্ষেপ পূরণ করেছে ব্যান্ডটি।

গত ২৩ ফেব্রুয়ারি ‘গান’ অ্যাপে মুক্তি পায় অ্যালবামটি। সেখানে একেকজন শ্রোতা ৩০০ টাকা সাবস্ক্রিপশনের বিনিময়ে এর গানগুলো শুনতে পাবেন। ‘আর্টসেল’ সদস্যদের দাবি, ইউটিউবে আসবে শুনেও অনেক শ্রোতা টাকা দিয়েই অ্যালবামটি শুনেছেন। এটা তাদের নিখাদ ভালোবাসারই প্রমাণ।

গত ৯ মার্চ জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘অতৃতীয়’র সবগুলো গান। এতে ছয়টি গান রয়েছে। এগুলো হলো ‘প্রতীতি’, ‘বাক্স বন্দি’, ‘বিপ্রতীপ’, ‘স্মৃতির আয়না’, ‘অসমাপ্ত সান্ত্বনা’ ও ‘অতৃতীয়’।

নতুন অ্যালবাম নিয়ে ‘আর্টসেল’র ভোকাল লিংকন ডি’কস্তা গণমাধ্যমকে বলেছেন, “মিউজিক এমন একটা জায়গা, যেখানে কেউ কখনও সন্তুষ্টি পায় কিনা সন্দেহ। কারণ গানের নতুনত্বে তো শেষ নেই। একজন শিল্পীর জন্য তৃষ্ণা মিটে যায়, তাহলে তো নতুন গান করতে পারবে না। আমাদের তৃষ্ণা এখনও আছে। তো নতুন অ্যালবামের গানগুলো শুনে শ্রোতারা কী বলছেন এবং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আগামীতে কীভাবে আরও জটিল গান বানানো যায়, সেদিকে খেয়াল রাখব।”

Link copied!