বৈষ্টমী রকফেস্ট ২০২৪-এর দ্বিতীয় কনসার্ট মাতালেন হাসান ও কে এইচ এন। শুক্রবার (২৮ জুন) বনানীর হোটেল শেরাটনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। কনসার্টের আয়োজক ছিল চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সংগীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী।
কনসার্টে শুরুতে পারফর্ম করে গায়ক ইথার হাসানের হাইওয়ে। যাদের বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এর পরই মঞ্চে আসেন আলোচিত হার্ড রকার কে এইচ এন। সঙ্গে ছিল তার রক উইং। তিনি মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদাকালো, শিখাবাঈ, সুরঞ্জনা, সিঁড়ির নিচে, শ্রেয়া, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।
এরপরই ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি হাসান তার দল আর্ক নিয়ে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।
আগামী ২৬ জুলাই তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বৈষ্টমীর কর্ণধার আয়শা এরিন। সেপ্টেম্বরে দুইটি কনসার্টের আয়োজন করা হবে। ৮টি কনসার্টের শেষটি ডিসেম্বর মাসে করা হবে। গত ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়।
এরিন জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই দেশের শতাধিক নতুন ব্যান্ডকে নিয়ে তিন দিনব্যাপী উৎসব করা হবে। শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাদের পাশে সার্বিকভাবে থাকার ইচ্ছা রয়েছে।


































