ওমরাহ পালনে সৌদি আরবে অনন্ত-বর্ষা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০২:২০ পিএম
ওমরাহ পালনে সৌদি আরবে অনন্ত-বর্ষা
অনন্ত-বর্ষা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইকবাল জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। আগামী দশদিন সেখানে থাকবেন তারা।

সবশেষ ‘কিল হিম’ দিয়ে পর্দায় জুটি বেঁধেছেন এই জুটি। সিনেমাটির পরিচালক ছিলেন মোহাম্মদ ইকবাল। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছিল। এছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তাদের।

গেল বছর ঈদ উপলক্ষে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছেন আলোচিত এ জুটি। এছাড়াও ‘খোঁজ দ্য সার্চ’ ও ‘মোস্টওয়েলকাম’ সিনেমাগুলোও ব্যবসায় সফল হয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!