ভারতের শোবিজ অঙ্গনে চলছে বিয়ের মৌসুম। টালিউড থেকে বলিউড প্রতিদিনই প্রায় বিয়ের ধুম দেখা যাচ্ছে। টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা পিয়া চক্রবর্তীর বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বিয়ে করলেন বলিউডের অভিনেতা রণদীপ হুদা ও তার প্রেমিকা লিন লাইশরাম।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইম্পলের চুমথাং শানাপুং রিসোর্টে বসেছিল রণদীপ-লিনের বিয়ের আসর। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
এদিকে বিয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে, আমরা এক হলাম।’
বিয়ের পরপরই সামাজিক যোগাযাগমাধ্যমে নব-দম্পতির বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, পৌরানিক থিমের এই বিয়ে হলো সাবেকি মেইতেই রীতি মেনে। বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরি পোশাকে দেখা যায়। এছাড়া লিন পরেছিলেন পটলোই, এটিও মণিপুরের একটি সাবেকি পোশাক। মাথায় মুকুট। তবে লিনের সাজে চমক রেখেছে তার সোনার গয়না, গলায় থরে থরে সাজানো হার। যেন মাথা থেকে পা পর্যন্ত মুড়ে রয়েছেন সোনায়।
২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি।



































