বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম বড় আসর মিস ইউনিভার্স এর মুকুট মাথায় তুললেন নিকারাগুয়ার সুন্দরী শেনিস প্যালাসিওস। রবিবার (১৯ নভেম্বর) সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স ২০২৩ এর এবারের আসর।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘মিস ইউনিভার্স-২০২৩’ এর ৭২তম আসরের মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায়। এবারের বিজয়ী শেনিসের মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স-২০২২ এর বিজয়ী যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। শেনিস পালাসিওস’ই প্রথম নিকারাগুয়ান যিনি মিস ইউনিভার্স জিতেছেন। তার মাধ্যমে প্রথমবারের মতো সেন্ট্রাল আমেরিকার দেশটিতে মিস ইউনিভার্স তকমা পৌঁছালো।

প্রতিযোগীতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।
এবারের ৭২তম এই আসরে ৯০টি দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স-২০২৩ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যার মধ্যে শানিস প্যালাসিওস তাদের সবাইকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন। চূড়ান্ত রাউন্ডে, মিস থাইল্যান্ড এবং মিস অস্ট্রেলিয়া শেনিসকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছিলেন। তবে সেরার শিরোপা ছিনিয়ে নেন শেনিসই। যদিও ভারতীয় সুন্দরী শ্বেতা শারদা শীর্ষ ১০ -এ জায়গা করতে পারেননি।



































