জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের নামে রাজধানীর গুলশান থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে গুলশান থানায় তাকে হস্তান্তর করেছে রমনা থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য। রাত ১০টার দিকে তিনি বলেন, ইতোমধ্যে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে অভিনেতা সিদ্দিককে।
বিষয়টি নিয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। বুধবার (৩০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতা সিদ্দিককে মারধর করতে দেখা যায় একদল যুবককে। রাজধানীর কাকরাইল এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয় এ অভিনেতাকে।
২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।
২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।