• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২,
  • ১লা জমাদিউস সানি, ১৪৪৭

একসময় ভেবেছিলাম শক্তিশালী পিঠ গড়ার মতো জিন আমার নেই : সামান্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:০০ পিএম
একসময় ভেবেছিলাম শক্তিশালী পিঠ গড়ার মতো জিন আমার নেই : সামান্থা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি ফিটনেস-উন্মাদনা দিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মন জয় করে আসছেন। নিয়মিত জিম-রুটিন থেকে শুরু করে ঘাম ঝরানো ভিডিও—সবই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে এবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে এমন একটি ছবি প্রকাশ করেছেন, যা দেখে নতুন করে চমকে উঠেছেন তার অনুসারীরা।

শুক্রবার (২২ নভেম্বর) জিমে তোলা একটি ছবি পোস্ট করেন সামান্থা। ছবিতে দেখা যায়, তার পিঠের পেশি অত্যন্ত সুগঠিত ও স্পষ্টভাবে দৃশ্যমান। ক্যাপশনে তিনি জানান নিজের দীর্ঘ সংগ্রামের গল্প—যে গল্প একসময় তার কাছেও অসম্ভব মনে হয়েছিল।

সামান্থা লিখেছেন, “একসময় ভেবেছিলাম শক্তিশালী পিঠ গড়ার মতো জিন আমার নেই। অন্যদের দেখে ঈর্ষা হতো, আর মনে হতো আমি কখনোই পারব না। কিন্তু সেই ধারণা যে ভুল ছিল—আজ তার প্রমাণ আমার নিজের শরীরই।”

অভিনেত্রী জানান, পরিবর্তন পেতে সময় লেগেছে। এমন দিনও গেছে যখন কঠোর পরিশ্রম করেও শরীরে কোনো পরিবর্তন টের পাননি। তবু হাল ছাড়েননি।
“অনেক সময় মনে হয়েছে থেমে যেতে। কিন্তু ধৈর্য আর নিয়মিত ট্রেনিংই আমাকে এনে দিয়েছে আজকের ফল।”—যোগ করেন তিনি।

তরুণ প্রজন্মের উদ্দেশে সামান্থার বার্তা, শুধু সৌন্দর্য নয়, সুস্থ জীবনযাত্রা ও বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি ধরে রাখতে পেশি গঠন অত্যন্ত জরুরি।
তার ভাষায়,
“‘জিনে নেই’—এটা শুধু অজুহাত। নিজেকে ভুল প্রমাণ করার আগ পর্যন্ত আমরা এই কথাই বলে যাই।”

ফিটনেসের সঙ্গে সামান্থা ব্যস্ত অভিনয়জীবনও সামলাচ্ছেন সমান দক্ষতায়। নিজের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি রাজ–ডিক জুটির পরিচালনায় উচ্চমার্গের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মণ্ড: দ্য ব্লাডি কিংডম’–এ দেখা যাবে তাকে। সিরিজটিতে আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। মুক্তির সম্ভাবনা রয়েছে ২০২৬ সালে।

Link copied!