• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

৬ মাস ধরে গুলশানের ব্যবসায়ীর সঙ্গে তানজিন তিশার প্রেম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৮:২৪ পিএম
৬ মাস ধরে গুলশানের ব্যবসায়ীর সঙ্গে তানজিন তিশার প্রেম

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি শাড়ির মূল্য পরিশোধ না করার অভিযোগে দুই নারী উদ্যোক্তার মামলা ও জিডির পর তিশা হঠাৎই প্রেমের ইঙ্গিত দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা এই অভিনেত্রী বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে দেখা যায়, তিশা এক তরুণকে আলিঙ্গন করছেন। আরেক ছবিতে দুজনকে চোখে চোখ রেখে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। পোস্টটি কিছু সময়ের মধ্যেই সরিয়ে দিলেও ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নেটিজেনদের দাবি, ছবির ওই তরুণ মুহায়মান জায়ান, যিনি গুলশানে বসবাসকারী একজন ব্যবসায়ী। শেয়ার করা ছবিগুলো ভাইরাল হওয়ার পর তার নামও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

তদন্ত করে জানা গেছে, জায়ানের সঙ্গে তানজিন তিশার সত্যিই ঘনিষ্ঠতা রয়েছে। তিশার এক ঘনিষ্ঠ সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, “তিশা ও জায়ান প্রায় ছয় মাস ধরে সম্পর্কে আছে। নিয়মিতই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়।”

এ বিষয়ে জানতে তানজিন তিশার ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তার সহকারী নিলয় শুধু বলেন,
“আপু ঘুমাচ্ছেন।” পরে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, সাম্প্রতিক শাড়িকাণ্ড নিয়ে সমালোচনার পরিস্থিতি সাময়িকভাবে চাপা দিতেই হয়তো তিশা হঠাৎ প্রেমের ইঙ্গিত ছড়িয়েছেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তানজিন তিশার প্রেমের গুঞ্জন এর আগেও বহুবার শোনা গেছে—সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ থেকে শুরু করে ইমরান মাহমুদুল, আফরান নিশো, জাবিন ইকবাল জাহিন এবং সর্বশেষ অভিনেতা মুশফিক ও ফারহানের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে একাধিকবার তিনি আলোচনায় ছিলেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!