ওটিটিতে পরপর সফল কাজের কারণে তাসনিয়া ফারিণ এখন দুই বাংলার চর্চিত মুখ। তবে বড় পর্দায় তাকে ঘিরে সেই প্রত্যাশার জোয়ার এখনও দেখা যায়নি। এবার সেই অপেক্ষারই অবসান ঘটতে যাচ্ছে। ঢালিউডের ‘প্রিন্স’ খ্যাত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে মূলধারার বাণিজ্যিক সিনেমায় বড়সড় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে ১৫ নভেম্বর ফারিণকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করলেন ‘প্রিন্স’ চলচ্চিত্রের পরিচালক আবু হায়াত মাহমুদ। দলিলে সই করার পর ফারিণ নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট, কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন—“Ready for Prince!”
এর মধ্য দিয়েই পরিষ্কার—‘ওটিটি প্রিন্সেস’ এবার ঢালিউডের ‘প্রিন্স’-এর বিপরীতে বড় পর্দায় হাজির হতে সম্পূর্ণ প্রস্তুত।
পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানান, “আমাদের গল্পে শাকিব খানের বিপরীতে দুইজন নায়িকা থাকবে। তাদের মধ্যে একজন ফারিণ—এটা এখন জানাতে পারলাম। শিগগিরই অন্য নায়িকার নামও ঘোষণা করব। ডিসেম্বরেই আমরা শুটিং শুরু করছি।”
গত সপ্তাহেই শুটিং প্রস্তুতির অংশ হিসেবে পরিচালক আবু হায়াত মাহমুদ মুম্বাইয়ে দেখা করেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন–এর সঙ্গে। যদিও ‘প্রিন্স’-এ অমিতাভ অভিনয় করছেন না, কিন্তু সিনেমাটোগ্রাফার অমিত রায়ের মাধ্যমে এই সৌজন্যসাক্ষাৎ ঘটে। উল্লেখ্য, ‘প্রিন্স’–এর চিত্রগ্রহণের দায়িত্বে আছেন বলিউডের এই অভিজ্ঞ ডিওপি।
প্রযোজনা করছেন শিরিন সুলতানা। নির্মাতাদের লক্ষ্য, আগামী ঈদেই ‘প্রিন্স’কে বড় পর্দায় দর্শকদের সামনে নিয়ে আসা—তবে কোন ঈদে মুক্তি পাবে, সেটি শুটিং শেষে নিশ্চিত করা হবে।































