সালমান খান অভিনীত ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় মুন্নি চরিত্রে বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেন ছোট্ট হারশালি মালহোত্রা। এরপর কেটে গেছে দশ বছর। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর তিনি ফিরছেন বড় পর্দায়। এবার বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক।
তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত ও বয়াপাট্টি শ্রেণু পরিচালিত সিনেমা ‘অখণ্ডা-২’। এই ফ্র্যাঞ্চাইজি চরিত্র নিয়ে চূড়ান্ত গোপনীয়তা থাকলেও শুক্রবার সিনেমা নিয়ে একটি অষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বালাকৃষ্ণের পাশেই দেখা গেছে হারশালি। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যপক প্রসংসাও করেন তেলেগু সুপারস্টার।
এর আগে সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। তখন ‘বজরঙ্গি ভাইজান’ ও কামব্যাক সিনেমার কথাও তুলে ধরেন হারশালি মালহোত্রা।
ইনস্টাগ্রামে হারশালি লেখন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল অনুভূতি, স্মৃতি, হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।’
তিনি আরও লিখেছেন, ‘মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এতো বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এইবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।’
প্রসঙ্গত, হারশালির জন্ম ২০০৮ সালে। শৈশবেই অভিনয়ে হাতেখড়ি। মাত্র ২১ মাস বয়সে এই অভিনেত্রী প্রথম বিজ্ঞাপনে নাম লেখান। পরে আরও কিছু বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে। কিন্তু সবচেয়ে বেশি পরিচিতি পেতে থাকেন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে। এই সিনেমার পরে হারশালি আর খুব বেশি অভিনয় করেননি। বর্তমানে ১৭ বছর বয়সে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া































