জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি এবং সর্বশেষে বড়পর্দা সবখানেই প্রশংসা কুড়িয়েছেন। গেল কোরবানি ঈদে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এবার নিজের গল্পগুলো অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করলেন প্রযোজনা প্রতিষ্ঠান।
মাস খানেক আগে প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কথা জানান ফারিণ। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করে দেন তিনি। ছবিটি প্রকাশ করে ফারিণ লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী।
তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা জানতে চাইলে ফারিণ বলেছিলেন, ‘এতদূর এখনও ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে। এরপর নতুন পরিকল্পনা করব। তবে এটুকু বলতে পারি, প্রতিষ্ঠান যেহেতু শুরু করছি, এখান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’
সম্প্রতি জানা গেছে শাকিব খানের নতুন সিনেমা ’প্রিন্স’-এ দেখা যাবে ফারিণকে। যদিও গুঞ্জন ছিল কলকাতার নায়িকা ইধিকা পালের সঙ্গে জুটি বাধঁতে যাচ্ছেন শাকিব। সব গুঞ্জন উড়িয়ে প্রিন্সের জন্য ফারিণকেই চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।































