বলিউড সিনেমার সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল। সাত দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলিউডের জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্যা দর্শকপ্রিয় সিনেমা।
‘শহীদ’, ‘নদিয়া কে পার’, ‘শবনম’, ‘আরজু’, ‘বিরজ বাহু’তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি। কামিনীর অনবদ্য অভিনয় দর্শক ও সহশিল্পীদের সব সময় মুগ্ধ করেছে। সময়ের সাথে সাথে চরিত্রের ধরন বদলালেও অভিনয় প্রতিভা অদ্বিতীয় ছিলেন। তাঁকে সর্বশেষ দেখা যায় ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত আমিরা খানের ‘লালা সিং চাড্ডার’ সিনেমায়। এর আগে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অভিনেতার দাদির চরিত্রে অভিনয় করেছিলেন।
বলিউড ইন্ডাস্ট্রির প্রথম দিকের সুপারস্টারদের একজন কামিনী। একটানা ২০ বছর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে এই ছবি কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডি’অর’ জিতে ইতিহাস গড়ে। যা এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ছবি হিসেবে সেই সম্মান ধরে রেখেছে।
বলা হয় যে, ১৯৪০-এর দশকের শেষের দিকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন কামিনী কৌশল। শোবিজ অঙ্গনে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা পেয়েছিলেন।
১৯২৭ সালে ব্রিটিশ ভারতের লাহোর বা বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৮ সালে মাত্র ২১ বছর বয়সে দুই সন্তানের বাবা বি.এস. সুদকে বিয়ে করেন কামিনী। অভিনেত্রীর বিবাহের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে। কেনান অভিনেত্রীর স্বামীর সঙ্গে প্রথমে তার বড় বোনের বিয়ে হয়েছিল। এক দুর্ঘটনায় মারা যান কামিনীর বড় বোন। এরপর বোনের সন্তানকে দেখাশোনা করতে শুরু করেন অভিনেত্রী। পরবর্তীতে পরিবারের সম্মতিতে বি.এস. সুদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
বার্ধক্যজনিত কারণে গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর

































