• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বক্ষস্থলের আকার বৃদ্ধি করে বিপাকে শার্লিন, অপসারণ করলেন ইমপ্ল্যান্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১২ পিএম
বক্ষস্থলের আকার বৃদ্ধি করে বিপাকে শার্লিন, অপসারণ করলেন ইমপ্ল্যান্ট

বলিউডের বিতর্কিত তারকা হিসেবে পরিচিত শার্লিন চোপড়া এবার আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। শেষমেশ চিকিৎসকদের পরামর্শে অপসারণ করতে হয়েছে তার বক্ষসৌন্দর্য বৃদ্ধির ‘ইমপ্ল্যান্ট’। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসে।

জানা যায়, কয়েক বছর আগে শার্লিন বক্ষস্থলের আকার বাড়ানোর জন্য কৃত্রিম ইমপ্ল্যান্ট গ্রহণ করেছিলেন। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধজুড়ে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে চিকিৎসকরা জানান—অতিরিক্ত ভারের কারণেই তার শরীরে এই ব্যথা তৈরি হয়েছে।

অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং ইমপ্ল্যান্ট অপসারণ করেন। চিকিৎসা শেষে এখন তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে শার্লিন লিখেছেন, সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্তই শেষ পর্যন্ত শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তাই এবার নিজের স্বাভাবিক রূপ আর স্বাস্থ্যের দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

তিনি আরও জানান, শুধু বক্ষসৌন্দর্য নয়—মুখের বিভিন্ন স্থানে যেসব ‘ফিলার’ ব্যবহার করেছিলেন, সেগুলোও গত বছরের আগস্টে অপসারণ করেন। বর্তমানে তিনি তুলনামূলক স্বাভাবিক ও হালকা জীবনযাপনে ফিরতে চেষ্টা করছেন, আর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Link copied!