খাবার খেতে খেতেই মারা গেলেন অভিনেতা সতীশ শাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:২৪ এএম
খাবার খেতে খেতেই মারা গেলেন অভিনেতা সতীশ শাহ

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। দুপুরের খাবার খেতে খেতেই তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগলেও সম্প্রতি নিজেকে একদম সুস্থ মনে করছিলেন এই জনপ্রিয় অভিনেতা।

ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সতীশ শাহ স্বাভাবিক ছিলেন। এমনকি, শনিবার সকালেও তিনি সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের স্রষ্টা জেডি মাজেথিয়া জানান, “বিশ্বাস করা কঠিন, কারণ সকাল ১১টার দিকে তিনি অতীশ কাপাডিয়ার সঙ্গে কথা বলেছেন, আবার দুপুর ১টার দিকে রত্না পাঠকের সঙ্গেও ফোনে কথা বলেছেন।”

তিনি আরও বলেন, “শুক্রবার আমি তার বাড়ির কাছাকাছি ছিলাম, কিন্তু ক্লান্তির কারণে দেখা করতে পারিনি। ফোনে কথা বলার সময় তিনি বলেছিলেন, ‘আমার গলা শুনে কি মনে হয় আমি অসুস্থ? আমি একদম ভালো আছি।’”

কিন্তু তার পরদিনই, হঠাৎ করেই দুপুরের খাবারের সময় থেমে যায় এই অভিনেতার জীবন।

প্রায় চার দশকের অভিনয়জীবনে সতীশ শাহ উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চরিত্র। ১৯৮৩ সালের কালজয়ী চলচ্চিত্র ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন তিনি।

সালমান খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’–এর মতো ব্যবসাসফল ছবিতেও তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!