• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

অবশেষে টাকা ফেরত দিলেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৯:৩৯ এএম
অবশেষে টাকা ফেরত দিলেন শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহীত

অবশেষে সরকারি অনুদানের টাকা ফিরিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে এই টাকা ফেরত দেন শাকিব। 


‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন তিনি। প্রথম কিস্তির ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক তিনি গ্রহণ করেন ২০২২ সালের ২১ আগস্ট। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান, গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন।

মাহবুবা ফারজানা আরও বলেন, ‘অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু শাকিব কোনো আবেদন করেননি। বরং দীর্ঘ সময় অনুদানের টাকা রেখেছিলেন। তাই বাধ্য হয়েই চাপের মুখে টাকা ফেরত দিলেন।’

মায়া ছবিতে শাকিব খানের বিপরীতে পূজা চেরীর অভিনয়ের কথা শোনা গিয়েছিল। পরে পূজা নাকচ করে দিয়েছিলেন বিষয়টি।

Link copied!