• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

রোববার হাজিরা দিয়ে জামিন চাইবেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০১:৪৯ পিএম
রোববার হাজিরা দিয়ে জামিন চাইবেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক আইনের মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে রোববার (১০ অক্টোবর)। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে হাজিরার নতুন দিন ধার্য করেন আদালত। এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। তিনি জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা পর্যন্ত পরীমনিকে জামিন দিয়েছিলেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল করায় তাকে এখন নতুন করে জামিন আবেদন করতে হবে। আগামী রোববার এই মামলার হাজিরার দিন ধার্য করা হয়েছে। সেদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন পরীমনি।

এর আগে গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অভিযুক্ত বাকি দুইজন হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে আটক করে। এ সময় ওই বাসা থেকে আইস, এলএসডিসহ মাদকদ্রব্য জব্দ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট পরীমনিকে বনানী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক মামলাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মামলা করার পর আদালতের মাধ্যমে পরীমনিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৭ দিন তিনি কারাগারেও ছিলেন। পরে ৩১ আগস্ট কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

Link copied!