• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেরোইনসহ গ্রেপ্তার যুবদল নেতা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১০:৪১ এএম
হেরোইনসহ গ্রেপ্তার যুবদল নেতা
শামীম আহম্মেদ সবুজ

বগুড়ার শাজাহানপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম আহম্মেদ সবুজকে (৩০) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সবুজ শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের রবিউল ইসলাম ভোটের ছেলে এবং খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

কয়েক মাস আগেও সবুজ ২০০ গ্রাম হেরোইনসহ র‍্যাব-১২ বগুড়ার হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে এর কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। এর আগেও পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন সবুজ। তবে প্রতিবারই গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদকের কারবারে নামেন তিনি।

সবুজকে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফ বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে বগুড়ায় ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!