• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

‘ব্যাংকে ২০ লাখ টাকা আছে, ছেলেকে দিও’ লিখে বাবার আত্মহত্যা


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:৩৫ পিএম
‘ব্যাংকে ২০ লাখ টাকা আছে, ছেলেকে দিও’ লিখে বাবার আত্মহত্যা

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে এবং পকেটে আরেকটি চিরকুট রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

রোববার (৬ জুলাই) রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’- নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস লিখে প্রকাশের প্রায় ৩ ঘণ্টা পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্টকালে পকেটে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল- ‘পরিবারের সঙ্গে স্ত্রীর বনিবনা হচ্ছে না। বিষয়টি অনেক চেষ্টা করেও মীমাংসা করা সম্ভব হচ্ছিল না। ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা ফিক্স ডিপোজিট রাখা। সেই টাকাগুলো আমার ছেলেকে দিও।’

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাব।’

Link copied!