সুন্দরবন ও মোংলা বন্দরের সম্ভাবনাময় অর্থনীতি এবং পর্যটনের সুবিধার্থে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে ‘আমরা মোংলাবাসী’ ব্যানারে মোংলা পৌরসভা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “মোংলা বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে রাজধানীর রেল সংযোগ না থাকাটা অগ্রহণযোগ্য। সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। তিনি বলেন, “মোংলা-ঢাকা রেলসংযোগ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে। এটি সরকারের ভারসাম্যপূর্ণ উন্নয়নের নীতির সঙ্গেও সংগতিপূর্ণ।”
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, “রেল সংযোগ বন্দরনির্ভর ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।”
এ ছাড়া বক্তব্য রাখেন, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিব মাস্টার, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, জামায়াত নেতা মো. আনিসুর রহমান, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































