• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

চট্টগ্রামে ২ জিকা রোগী শনাক্ত, আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইইডিসিআর


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:১৬ পিএম
চট্টগ্রামে ২ জিকা রোগী শনাক্ত, আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইইডিসিআর
প্রতীকী ছবি

চট্টগ্রামে ২ জনের শরীরে ‘জিকা ভাইরাস’ শনাক্ত হয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের বরাতে এ তথ্য জানিয়েছে ইত্তেফাক অনলাইন।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, “একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় গতকাল (সোমবার) রাতে ২ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা বিষয়টি আইইডিসিআরকে জানিয়েছি, এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

জানা গেছে, আক্রান্ত ২ জনই ৪০ বছরের ঊর্ধ্বে, একজন পুরুষ ও একজন নারী। মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল্লাহ ও ডা. মো. নুরুন্নবী তাদের নিজস্ব চেম্বারে দেখে পরীক্ষার জন্য ‘এপিক হেলথ কেয়ার’-এ পাঠান। সেখানেই জিকার উপস্থিতি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “একই কীটে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস শনাক্ত করা হয়। উপসর্গ অনুযায়ী পরীক্ষার পর জিকা পজিটিভ এসেছে। তবে চূড়ান্ত ঘোষণা আইইডিসিআর থেকেই আসবে। তারা চাইলে, আবারও নমুনা পরীক্ষা করতে পারে, নতুবা এই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাতে পারে।”

চিকিৎসকদের তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে জ্বর, র‍্যাশ, ব্যথা ও হাত-পা ফোলার উপসর্গ রয়েছে। জিকা ভাইরাসে সাধারণত প্রাণহানির আশঙ্কা কম থাকলেও গর্ভবতী নারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ, কারণ এতে গর্ভের শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে।

Link copied!