৮৫ বছর বয়সী হলিউডের জনপ্রিয় অভিনেতা ডিন স্টকওয়েল পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ৭ নভেম্বর রোববার তার মৃত্যু হয়েছে। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। হলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যম এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
তার মৃত্যু হলিউডে শোকের ছায়া নামিয়েছে। অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শল্পীরা ডিন স্টকওয়েলের বিদেহি আত্মার জন্য শান্তি কামনা করেছেন।
সাত দশকের বেশি সময় ধরে কাজ করেছেন ডিন স্টকওয়েল। রেডিও, মঞ্চ, সিনেমা ও টিভিতে সমানতালে কাজ করেছেন। অনবদ্য অভিনয়ের জন্য় অস্কার ও এমি পুরস্কারের জন্য় মনোনীত হয়েছেন। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়।
‘ব্লু ভেলভেট’ সিনেমা এবং সায়েন্স ফিকশন ‘কোয়ান্টাম লিপ’ টিভি সিরিজ দিয়ে দারুণ জনপ্রিয়তা পান ডিন স্টকওয়েল। বিখ্যাত ডেভিড লিঞ্চ, সিডনি লুমেট, ফ্রান্সিস ফোর্ড কপোলা, রবার্ট অল্টম্যানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডিন স্টকওয়েলের জন্ম হয়। অভিনয়ে বেশি আগ্রহী হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করতে পারেননি। পরে সিনেমার দিকেই মনোযোগ দেন। স্কুলে পড়ার সময়েই তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। ‘দ্য বয় উইথ গ্রিন হেয়ার’ ও ‘কিম’ এর মধ্যে অন্যতম। সিনেমায় অভিনয় করে রাতারাতি স্কুলে জনপ্রিয় হয়ে ওঠেন।
১৯৫৯ সালে ‘কম্পালশন’ সিনেমাতে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান ডিন স্টকওয়েলের। ১৯৬২ সালেও সিডনি লুমেটের ‘লং ডেজ জার্নি ইনটু নাইট’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেতার পুরস্কার পান। রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’ সিনেমায়ও দেখা গেছে তাকে। ২০১৫ সালের দিকে ক্যারিয়ার থেকে সরে আসেন এই মার্কিন অভিনেতা।