• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১২:২৯ পিএম
১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ

খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। যারা দুই ডোজ টিকা নিয়েছে, তারা ক্লাস করতে পারবে। ১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে ব্রিফিং করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা দুই ডোজ টিকা নিয়েছে, তারা ক্লাস করতে পারবে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে তার দুই সপ্তাহ পর। আপাতত প্রাথমিকে ক্লাস হবে অনলাইনে।
এর আগে বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। রাত ১০টা থেকে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা কর্মকর্তারা। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরামর্শকরা বলেন, সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার যেতে পারে। সরকার চাইলে ২২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। তবে পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!