• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১৭ জানুয়ারি


জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৭:৩৬ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১৭ জানুয়ারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আগামী ১৭ জানুয়ারি শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এছাড়া অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ জানুয়ারি। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা অনুষদ (ভাষা ও সাহিত্য), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং আইন অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ১৭ ও ১৮ জানুয়ারি।

কলা অনুষদ (পারফর্মিং আর্টস) ও চারুকলা অনুষদের ভর্তি চলবে ১৭-১৯ জানুয়ারি। অনুষদগুলোতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ জানুয়ারি। ভর্তি ফি এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jkkniu.edu.bd পাওয়া যাবে।
 

Link copied!