• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাবির ভিসির রুটিন দায়িত্বে নুরুল আলম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:৫২ পিএম
জাবির ভিসির রুটিন দায়িত্বে নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এক অফিস আদেশে বলা হয়, জাবির পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়ে অধ্যাপক মো. নূরুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

এর আগে ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক ড. মো. নূরুল আলম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এছাড়া তিনি দুইবার ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রভোস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!