• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

কুবিতে ক্লাস চলবে ২১ এপ্রিল পর্যন্ত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৭:০৮ পিএম
কুবিতে ক্লাস চলবে ২১ এপ্রিল পর্যন্ত

আসন্ন রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম চলবে ২১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত এবং প্রশাসনিক কার্যক্রম চলবে আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান। 

দলিলুর রহমান বলেন, আসন্ন রমজানে ২১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আগামী ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

Link copied!