• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অগ্নিবীণা হলের খাবার খেয়ে অসুস্থ একাধিক শিক্ষার্থী


জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৪:০০ পিএম
অগ্নিবীণা হলের খাবার খেয়ে অসুস্থ একাধিক শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ অসংখ্য শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, সকালের খাবার দুপুরে এবং একই খাবার রাতে গরম করে খাওয়ানো হচ্ছে।

রোববার (৩০ জানুয়ারি) হলের খাবার খেয়ে অসুস্থ হয়ে অনেক শিক্ষার্থী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। এর আগেও অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবার খেয়ে পেটের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে  মেডিকেলে ভর্তি ছিলেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসাদুজ্জামান বাপ্পি বলেন, “রোববার রাতে ডাইনিংয়ের খাবার খেয়ে আমার পেটে সমস্যা হইছে। এবং আমার রুমমেটেরও পেট ব্যথা হইছে। আজকে শুনলাম অনেকেরই এই অবস্থা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

আরেক শিক্ষার্থী রবিন বলেন, “অগ্নিবীণা হলে দুপুরে খাবার খেয়ে এখন পেটের ব্যথায় কাতরাচ্ছি। হল প্রশাসন এগুলোর কোনো খবর রাখছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, হল প্রশাসনকে বারবার জানানো হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে জানতে চাইলে অগ্নিবীণা হলের প্রভোস্ট, কল্যানাংশু নাহা বলেন, “ইনবক্সে আমাকে একজন এই বিষয়ে জানিয়েছে। আমরা সকালে ডাইনিংয়ে গিয়েছি। এখানে এক থেকে দেড় হাজার লোক খায়। এখন যদি ১০০ লোকের মত অসুস্থ হয় তাহলে বুঝতে হবে খাবারে সমস্যা আছে।”

Link copied!