• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০২:৫৪ পিএম
শাবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন শুরু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুর হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী, আওয়ামী-বামপন্থী ও বিএনপিপন্থী মিলিয়ে মোট ৩টি শিক্ষক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ নামে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।

এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ নামে আওয়ামী-বামপন্থী শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির।

অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নামে বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

নির্বাচনের সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, নির্বাচন সুষ্টু হচ্ছে। বেলা ২টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!