• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৫:৩৪ পিএম
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দেশে শিক্ষার প্রসার ও শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে সততা, নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য ১ম বর্ষ থেকেই দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

এসময় ইনস্টিটিউটের কো-কারিকুলাম কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক মো. ফজলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!