• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা হলো না রাশেদুলের


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০১:৫৫ পিএম
ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা হলো না রাশেদুলের
নিহত রাশেদুল ইসলাম। ছবি : প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাইম।

সোমবার (১৬ জুন) ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে  কুষ্টিয়ার বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এখানে আনার আগেই তার মৃত্যু হয়। আপাতত ময়নাতদন্ত হচ্ছে না। নিহত শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!