• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে
মেডিকেলের শিক্ষার্থী। ফাইল ফটো

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। সে হিসেবে পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০ দশমিক ৭৫।

এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর ১টি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!