• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত কুবি শিক্ষক


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৯:৪৫ পিএম
গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত কুবি শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির গবেষণা ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। এ ফেলোশিপের আওতায় তিনি ভারতের  মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পাবেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ নিজেই জানিয়েছেন।

ড. মাজেদ পাটোয়ারী বলেন, “এটা অবশ্যই আনন্দের। এসব আমাকে নতুন নতুন গবেষণার ক্ষেত্রে উৎসাহ দেয়। এই ফেলোশিপের মাধ্যমে নতুন কিছু জানতে পারব, শিখতে পারব। এটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে।”

জানা যায়, ভারতের এই ফেলোশিপের জন্য মনোনীতরা বিনামূল্যে বিমানে যাতায়াত, আবাসন, চিকিৎসা ভাতাসহ প্রতি মাসে ৫০ হাজার রুপি গবেষণা অনুদান পাবেন। এছাড়াও এককালীন আকস্মিক ভাতা বাবদ ১০ হাজার রুপি ও হোস্ট কর্তৃক গবেষণা বাবদ আরও ২০ হাজার রুপি সুবিধা পাবেন।

আসিয়ানভুক্ত ৮টি দেশ থেকে ১০ জন করে মোট ৮০ জন গবেষককে ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড রিসার্চ ফেলোশিপ (আইএসআরএফ) জন্য মনোনীত করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মনোনীত হওয়া ১০ জন গবেষকের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ড. মাজেদ পাটোয়ারী রয়েছেন।

Link copied!