• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ইবিতে ভাইবা বোর্ডে বিষের বোতল নিয়ে চাকরিপ্রার্থী


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৮:৩৯ এএম
ইবিতে ভাইবা বোর্ডে বিষের বোতল নিয়ে চাকরিপ্রার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালি পদের নিয়োগ বোর্ডে বিষের বোতল নিয়ে অংশগ্রহণ করেছেন হাসমত নামের এক চাকরিপ্রার্থী।

শনিবার (১২ আগস্ট) বেলা ১২টায় উপাচার্যের বাংলোতে নিয়োগ নির্বাচনী বোর্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, “ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে নিয়োগ বোর্ডে ভাইবা দিতে আসে। পরে ওসিকে খবর দিলে, তার উপস্থিতিতে প্রার্থীর অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, “দুপুরের দিকে উপাচার্যের পিএস ফোন দিয়ে একজন অ্যাসিটেন্ট রেজিস্ট্রার নিয়ে আসতে বলেন। আমি সেখানে গিয়ে দেখি একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইবা দিতে এসেছেন। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা নিয়েছি।”

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বিপ্লব বলেন, “ওই লোকের অঙ্গীকারনামা এবং বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়ায় এগোতে পারবো।”

Link copied!